ঢাকসোমবার , ৭ ফেব্রুয়ারি ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. চাকুরীর খবর
  8. ফটোগ্যালারি
  9. বিজ্ঞান ও প্রযুক্তি
  10. বিনোদন
  11. বিবিধ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

সার্চ কমিটির কাছে নাম প্রস্তাবের প্রশ্নই আসে না: মির্জা ফখরুল

Sheikh Rashedul Islam Rony
ফেব্রুয়ারি ৭, ২০২২ ১২:৫০ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, সার্চ কমিটির বেশির ভাগ সদস্যই আওয়ামী লীগের সঙ্গে জড়িত। এই কমিটির কাছে নাম প্রস্তাবের প্রশ্নই আসে না।

 

আজ সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন নাটোরের গুরুদাসপুরের এক বিএনপি নেতাকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

 

উল্লেখ্য, নতুন নির্বাচন কমিশন গঠনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য কমিশনার পদের জন্য রাজনৈতিক দলগুলোকে আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে সর্বোচ্চ ১০ জন করে যোগ্য ব্যক্তিদের নামের তালিকা জমা দিতে সার্চ কমিটির পক্ষ থেকে বলা হয়েছে।

 

 

রবিবার (০৬ ফেব্রুয়ারী) রাতে সার্চ কমিটির প্রথম বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব শফিউল আজিমের সই করা একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, সার্চ কমিটির বেশির ভাগই আওয়ামী লীগের সঙ্গে জড়িত। তাই নাম প্রস্তাবের প্রশ্নই উঠে না। এসময় বিরোধী রাজনৈতিকগুলো সভা-সমাবেশের জায়গা দেওয়া হচ্ছে না অভিযোগ করে তিনি আরও বলেন, কেবল জয়ের জন্যই নির্বাচন দেয় আওয়ামী লীগ।

এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি