সুমন ইসলামঃ
ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ইসলামপুর থেকে দেওয়ানগঞ্জ গামী লোকাল ট্রেনের সংঘর্ষে ০১ জন মোটরসাইকেল আরোহী নিহত।
আহত ০২ জনকে গুরুতর অবস্থায় জামালপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ আনুমানিক রাত ৮:৩০ মিনিটের সময় মোশারফগন্জ স্টেশনের পশ্চিম পাশে টঙ্গের আগলা ( গাছিপাড়ায়) রেল ক্রসিং এ ঘটনাটি ঘটে।
১. মরহুম নাইম খন্দকার (২২), পিতা – শহীদ খন্দকার, গ্রাম – খড়মা মধ্যপাড়া, দেওয়ানগঞ্জ।
২.মোঃশাকিল(২০), পিতা-ফুলু মিয়া, গ্রাম – খড়মা মধ্যপাড়া, দেওয়ানগঞ্জ।
৩.মেহেদী (১৮), পিতা – আনিস, গ্রাম – খড়মা মধ্যপাড়া, দেওয়ানগঞ্জ।
এ সময় আব্দুল কাদের শেখ মেয়র ঘটনা স্থল পরিদর্শন করেন।
মরহুমের লাশটি তার পিতা-মাতার কাছে হস্তান্তর করেন। জি. আর.পি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম।
এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি