বিশেষ প্রতিনিধিঃ
মঙ্গলবার (২৫ জানুয়ারি) অরাজনৈতিক সংগঠন অনির্বাণ পঞ্চগড় জেলার সাতখামাইর উপজেলার প্রায় পাচশত পরিবারকে শীতবস্ত্র বিতরণ করেন।
তরুন পারেনা এমন কাজ কিইবা আছে?একশর বেশি সদস্য নিয়ে গঠিত অনির্বানে প্রতিনিয়ত কাজ করেছেন ত্রিশ জন সেচ্ছাসেবক।তারই ফলাফল শীতবস্ত্র -২০২২
অনির্বাণের স্বপ্নদ্রোষ্টা মিনহাজুর রহমান রাহাতের সাথে কথা বলার সময় তিনি জানান,করোনার কারণের এবার অনেকটা দেরি হয়ে গেছে আসলে আমাদেরতো সেচ্ছাসেবী সংগঠন কোনো নিয়মিত দাতা নেই। নিজেদের সম্নিলিত চাদা ও নিকট আত্মীয়দের কাছ থেকে প্রাপ্ত চাদা থেকে সংগঠন চলছে আজ প্রায় চার বছর।
অনির্বানের সেচ্ছাসেবী আদনান বলেন,অনির্বাণ নিয়ে আমাদের সকলের স্বপ্ন অনেক বড়, ইনশায়াল্লাহ সফলতাও আসবে আশা করি।
অনির্বাণের একাধিক সদস্য জানায় অনির্বাণ এখন তাদের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে, অনির্বানের প্রিয় মুখ ফুয়াদ হাসানকে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি ২৪বাংলাদেশ নিউজকে জানান আমাদের প্রত্যেকটি সদস্যই এখন অন্যর খুশিতে নিজেকে মত্ত রাখতে ভালোবাসে। এটা তারই বহিঃপ্রকাশ।
এছাড়াও শীতবস্ত্র -২০২২ এ উপস্থিত ছিলেন ফাহাদ হাসান,ইমন হাসিবুল,নাঈম সরকার,রাতুল দেওয়ান,আশিকুর জামান আশিক,মাহিদুল ইসলাম মাহিদ,ইয়াসিন আহমেন শাওন,শিমুল আহমেদ তুষার,সাকিব আহমেদ জীবন,মুসাফির হাসান সজিব,আবু হাসনাইম হিমেল,মোহাম্মদ মামুন সহ প্রমুখ