মোঃ সুমন ইসলামঃ
জামালপুর পৌর শহরের দড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে হেরোইন সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব ১৪ সদস্যরা।
জানা গেছে”গোপন সংবাদের ভিত্তিতে ।জামালপুর র্যাব-১৪, সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র্যাবের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করেন।
মঙ্গলবার (১৮জানুয়ারী) বিকালে পৌর শহরের দড়িপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় র্যাব সদস্যরা এক গ্রাম হেরোইনসহ পৌর শহরের চাপাতলা ঘাট এলাকার মৃত নাজিম উদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী মো.শামীম (৩০) ও শেরপুর জেলার কুলুর চর ব্যাপারীপাড়া এলাকার মোঃ নুরু মিয়ার ছেলে মো. পারভেজ (২৫)কে গ্রেফতার করেন। এ ঘটনায় জামালপুর সদর থানায় একটি মামলা হয়েছে।
এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি