ঢাকবুধবার , ১২ জানুয়ারি ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. চাকুরীর খবর
  8. ফটোগ্যালারি
  9. বিজ্ঞান ও প্রযুক্তি
  10. বিনোদন
  11. বিবিধ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

করোনার উচ্চ ঝুঁকিতে ঢাকা-রাঙামাটি

Sheikh Rashedul Islam Rony
জানুয়ারি ১২, ২০২২ ১২:১৯ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্কঃ

করোনা সংক্রমণের সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে ঢাকা ও রাঙামাটি, এ কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার সংস্থাটির ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। এতে বলা হয়, দেশে এ পর্যন্ত শনাক্ত হওয়া করোনা রোগীর ৮০ শতাংশই ঢাকায়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, রেড জোনে থাকা ঢাকা ও রাঙামাটিতে সংক্রমণের হার যথাক্রমে ১২ দশমিক ৯ ভাগ এবং ১০ ভাগ। শনাক্তের হার ৫ থেকে ৯ শতাংশের মধ্যে থাকায় হলুদ তালিকায় রয়েছে রাজশাহী, নাটোর, রংপুর, লালমনিরহাট, যশোর ও দিনাজপুর। গত ৭ দিনে দেশে করোনা শনাক্ত হয়েছে ১০ হাজার ৪৪৭ জনের, যা আগের আগের ৭ দিনের চেয়ে সাড়ে ৬ হাজার বেশি। তবে আগের সপ্তাহের তুলনায় মৃত্যু কমেছে ২০ ভা

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, দেশে প্রতিদিন করোনা রোগী শনাক্তের সংখ্যা বাড়ছে। গত ডিসেম্বরের প্রথম দিকেও শনাক্তের হার ১ শতাংশের ঘরে ছিল। তবে ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে সংক্রমণ বাড়তে থাকে। সংক্রমণ নিয়ন্ত্রণে এরই মধ্যে বিধিনিষেধ আরোপ করেছে সরকা

সব ধরনের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান ও সমাবেশ বন্ধ রাখতে বলা হয়েছে। গণপরিবহনেও অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রী চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। ২০২০ সালের মার্চে বাংলাদেশে প্রথম করোনার প্রাদুর্ভাব দেখা দে

কয়েক সপ্তাহ ধরে দেশে নতুন করে করোনা রোগী শনাক্ত ও শনাক্তের হার বাড়ছে। করোনার ডেলটা ধরনের দাপটে গত বছরের মাঝামাঝি দেশে করোনায় মৃত্যু, রোগী শনাক্ত ও এর হার বেড়েছিল। তবে আগস্টে দেশব্যাপী করোনার গণটিকা দেওয়ার পর সংক্রমণ কমতে থাকে

নতুন রোগী বৃদ্ধি সবচেয়ে বেশি ঘটছে ঢাকায়। সর্বশেষ ২৪ ঘণ্টায় যেসব রোগী শনাক্ত হয়েছেন, তাঁদের ৭৮ শতাংশের বেশি ঢাকা শহর ও জেলার বাসিন্দা। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল বিকেলে করোনা সংক্রমণ পরিস্থিতির যে হালনাগাদ তথ্য প্রকাশ করেছে, সেখানে এই চিত্র দেখা গেছে।।য়।র।গ।

এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি