অনলাইন ডেস্কঃ
ঝালকাঠিতে অভিযান-১০ লঞ্চে আগুনে দগ্ধ রাসেল নামে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে শেখ হাসিনা বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের ৪ জন মারা গেলেন। এ ঘটনায় এখনও পর্যন্ত মোট ৪৮ জনের মৃত্যু হল।
নিহতের নাম মো. রাসেল (৩৮)। তিনি আইসিউতে চিকিৎসাধীন ছিলেন। তার শরীরের ১৮ শতাংশ দগ্ধ ছিল। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।
ডা. সামন্তলাল সেন জানান, বর্তমানে তার হাসপাতালে ভর্তি আছেন লঞ্চের ১২ দগ্ধ যাত্রী, তারা কেউই শঙ্কামুক্ত নয়।
এদিকে, সকালে এসব দ্গ্ধরোগীদের দেখতে বার্ন ইনস্টিটিউটে যান নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এসময় তিনি গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে বলেন, সর্বোচ্চ সাজা পাঁচ বছরের নৌ আইনটি পরিবর্তনে কাজ চলছে।
এছাড়া যেসব নৌযানের মালিকরা যাত্রী সেবা নিশ্চিত করতে পারবে না, তারা এই ব্যবসায় থাকতে পারবে না বলেও আশস্ত করেন প্রতিমন্ত্রী।
গত ২৩ ডিসেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। ঢাকা থেকে প্রায় ৮০০ যাত্রী নিয়ে লঞ্চটি বরগুনা যাচ্ছিল। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় অর্ধশতাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।