সুমন ইসলাম:
জামালপুর জেলার ইসলামপুর উপজেলার রোহার কান্দা শটপিস টুর্নামেন্টে ফাইনালে
পলবান্দা কিশোর ক্লাবের জয়ের হাসি। বৃহস্পতিবার সময় রাত ৮:০০
টা রোহারকান্দা মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়েছে।
এ খেলায় ফাইনালে কিশোর ক্লাবের মুখোমুখি হন পঞ্চপান্ডব ক্লাব। প্রথম টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন।
রোহার কান্দা পঞ্চপান্ডব । ১০ ওভারে খেলায় প্রথম ইনিংসে পঞ্চপান্ডবের সংগ্রহ দাঁড়ায় ৮৭ রান।
সে লক্ষ্যে ২য় ইনিংসে কিশোর ওপেনিং জুটির পারফরম্যান্স দেখার মত ছিল। ওপেনিং রাসেল ৪০ রান।
জাকারিয়া ২৯ রান করে আউট হন।
ওয়ান ডাউনে শুভ সুন্দর ফিনিশিং
দিয়ে কিশোর ক্লাব উঠে যায় স্বপ্নের
ফাইনালে জিতে নেয় এল ই ডি টিভি
পলবান্ধা কিশোর ক্লাবের অধিনায়ক আলিফ আহসান লিওন বলেন। আমার এলাকার সিনিয়র ও জুনিয়র
ভাইদের উৎসাহ আমাদের খেলায় অনুপ্রেরণা যুগিয়েছে। আমরা ফাইনাল ম্যাচটি জিততে পেরেছি।
এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি