বরকতউল্লাহঃ
নারায়ণগঞ্জ সদরে রেল ক্রসিংয়ে জানজটে দাঁড়িয়ে থাকা বাসে ট্রেনের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরো চারজন। রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের গুরুতর অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ জামান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি নারায়ণঞ্জ স্টেশনের দিকে যাচ্ছিল। শহরের এক নম্বর রেলগেইট এলাকায় যানজটের কারণে লেবেল ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয় ট্রেনটি। এতে বাসটি ছিটকে পড়ে দুমড়েমুচড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। উদ্ধার করা হয় ৩ জনের মরদেহ। চার জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।
আনন্দ পরিবহনের বাসটি শহরের নবাব সিরাজদৌল্লাহ সড়কের কালিরবাজার থেকে বাস টার্মিনাল যাচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।