মোঃ শাকিল হোসেনঃ
ডাক্তারের প্রত্যারক চ্রক্র দিনদিন বেড়ে চলেছে। মরন ব্যাধি হেপাটাইটিস বি; টিকার নামে একটি চ্রক্র বিভিন্ন স্কুল -কলেজ, মাদ্রাসা ও প্রাইমারি স্কুল এ টিকা দেওয়া হয়েছে, সাংবাদিক অনুসন্ধান এ টিকার নামে সাধারন মানুষের সাথে প্র্যতারনা করে আসছে, তারা বিভিন্ন কোম্পানির নাম করে কাজ করছে যেমনঃইনছাপটা কোম্পানি, ভেকসিন দেওয়ার কথা বলে, ব্যাবহার করছে রি-ভ্যাক, জেনি-ভ্যাক এই ভেকসিন গুলো, ৩-৭০,বছর পর্যন্ত লোকদের দেওয়া হচ্ছে, গোপন সূত্রে সাংবাদিক জানতে পারে চৌরিরটেক-খন্দকার স্কুল ও কাঁচাবাজার,আমজাদ উচ্চ-বিদ্যালয়ে টিকা দেওয়া হচ্ছে সরল জমিনে সাংবাদিক উপস্থিত হয়ে, ডাক্তার ও নার্স, দ্বারা টিকা পুসিংকরার কথা থাকলে, কিন্তু কর্ম স্হানে এই রকম কোনো লোক জন পাওয়া জায় নাই।এদের কে জিজ্ঞেস করা হলো যে তারা কোন কোম্পানি থেকে আসছে,?
তারা উওরে বলেন সেলিনা ফাউন্ডেশনের থেকে,অপর দিকে তারা কর্ম স্হানে যে চিঠি ব্যাবহার করে আসছে সেই খানে উলেখ আছে, কে-সি হাসপাতাল,এই খানে তাদের সাথে যোগাযোগ করলে ভেকসিনেশনের কোনো দায়ভার নিতে রাজি নাহ কোম্পানি। এইভাবে শাপলা ফাউন্ডেশন নামে আরো একটি কোম্পানি মিলে পরিচালনা করে টিপু নামে এক ব্যক্তি, তাদের সাথে আরো আছেন, শেপন, সাইফুল, নেওয়াজ, বোরহান এইভাবে আরো অনেকেই জড়িত আছেন। এরা সাধারন মানুষের সাথে প্রত্যারনা করে হাতিয়ে করে হাতিয়ে নিচ্ছে লাখ,লাখ টাকা এই ব্যাপারে ৯৯৯এ কল করা হলে,দক্ষিণখান থানা থেকে ব্যবস্হা নিবে বলে আসাস দেন।
প্রথম পর্ব…