দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে চলছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। এ অবস্থা আরও দুদিন স্থায়ী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
তবে চলতি মাসের শেষের দিকে উত্তরাঞ্চলে আবারও শৈত্যপ্রবাহ আসতে পারে, বলছেন আবহাওয়াবিদরা।
দেশে উত্তর ও উত্তর-পূশ্চিমাঞ্চলের ৪ জেলায় চলছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। শীতের প্রকেপে সারা দেশের তাপমাত্রা কিছুটা কমেছে। চলমান মৃদু শৈত্যপ্রবাহ আরও দু একদিন চলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এরপর তাপমাত্রা কিছুটা বাড়বে।
শৈত্যপ্রবাহের প্রভাবে সোমবার সকাল থেকে রাজধানীর তাপমাত্রা আগের থেকে কমে এসেছে। এতে রাতে ও সকালে অনুভূত হচ্ছে ঠাণ্ডা। এদিকে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসের শেষের দিকে আবারও শীতের প্রকোপ বাড়তে পারে।
২১ ডিসেম্বর মঙ্গলবার সারা দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেতুলিয়ায় আট দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ২৮ ডিগ্রী সেলসিয়াস।