দেশে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের ষষ্ঠ ধাপের ২১৯টি ইউনিয়ন পরিষদে ভোট হবে ৩১ জানুয়ারি। শনিবার নির্বাচন কমিশনের সভা শেষে এ ধাপের নির্বাচনের তারিখ জানান ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভায় এ ধাপের নির্বাচনের তফসিল অনুমোদন দেয়া হয়।
তফসিল অনুযায়ী, চেয়ারম্যান, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদের প্রার্থীরা আগামী ৩ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। এছাড়া ৬ জানুয়ারি বাছাইয়ের পর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৩ জানুয়ারি ।
এবার এ ধাপের সব ইউনিয়ন পরিষদে ইভিএমে ভোট নেওয়া হবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।
আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ৮৪০টিতে এবং পঞ্চম ধাপে ৭০৭ ইউপিতে ৫ জানুয়ারি ভোট হবে।
দেশে প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদ রয়েছে। এরমধ্যে দুই হাজার ২০০ এর বেশি পরিষদের ভোট হয়েছে। আরো দেড় হাজার ইউপির ভোটের তফসিল হয়েছে।
প্রথম দিকে ইউপি ভোট নিয়ে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকা ছাড়া অন্যখানে তেমন আলোচনা না থাকলেও সবশেষ দুই ধাপের ভোটে সহিংসতা বাড়লে প্রাণহানির অনেক ঘটনা ঘটে। এরপর সরগরম হয়ে ওঠে নিবার্চনী আলোচনা।