ঢাকশনিবার , ১৮ ডিসেম্বর ২০২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. চাকুরীর খবর
  8. ফটোগ্যালারি
  9. বিজ্ঞান ও প্রযুক্তি
  10. বিনোদন
  11. বিবিধ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

হাতিরঝিলে ইয়াবাসহ গ্রেফতার ২

Sheikh Rashedul Islam Rony
ডিসেম্বর ১৮, ২০২১ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর হাতিরঝিল থানা এলাকা থেকে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মিরপুর বিভাগ। গ্রেফতারকৃতদের নাম- মোঃ তাহের ও শ্রী সুভাস চন্দ্র দাস।

শুক্রবার (১৭ ডিসেম্বর ২০২১) রাত ৯:৫০ টায় হাতিরঝিল থানার মালিবাগ রেলগেইট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি মিরপুর বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার সালাউদ্দিন খান নাদিম ডিএমপি নিউজকে জানান, রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনাকালীন সংবাদ পান যে হাতিরঝিল থানার মালিবাগ রেলগেইটের বাগানবাড়ী এলাকায় দুইজন মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে তাহের ও সুভাসকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৯০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা কক্সবাজার জেলা হতে ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান এ গোয়েন্দা কর্মকর্তা।

এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি