পরীক্ষামূলকভাবে আগামী ১২ ডিসেম্বর দিয়াবাড়ি ডিপো থেকে আগারগাঁও পর্যন্ত গিয়ে আবার ডিপোতে ফিরে আসবে মেট্রোরেল। এর জন্য ইতিমধ্যে রেললাইন, বৈদ্যুতিক সঞ্চালন লাইন ও স্টেশনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
আগামী ২০২২ সালের ডিসেম্বরে এ অংশে বাণিজ্যিক চলাচলের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাস্তবায়নকারী সংস্থা ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কর্তৃপক্ষ (ডিএমটিসিএল)।
এ বিষয়ে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এন এম সিদ্দিক বলেন, বিজয়ের মাসে আমরা আগারগাঁও পর্যন্ত পারফরমেন্স টেস্ট করব। সে অনুযায়ী ১২ ডিসেম্বর মেট্রো রেল আগারগাঁও পর্যন্ত আসবে।
তিনি জানান, ২০২২ সালের ডিসেম্বরে দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত যাত্রী পরিবহন শুরুর পরিকল্পনার রয়েছে আমাদের। ২০২৩ সালের ডিসেম্বর নাগাদ মতিঝিল পর্যন্ত চলাচল শুরু করা যাবে। সেভাবেই কাজ করছি।
টুয়েন্টিফোর বাংলাদেশ নিউজ/বরকতউল্লাহ