রাজধানীর হাতিরঝিল থানা এলাকা হতে গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মিরপুর বিভাগ। গ্রেফতারকৃতের নাম মোঃ আকাশ মিয়া।
রবিবার (২৮ নভেম্বর ২০২১) রাত ৯:১৫ টায় হাতিরঝিল থানার মগবাজার রেলগেইট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গোয়েন্দা মিরপুর জোনাল টিম।
গোয়েন্দা মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম ডিএমপি নিউজকে জানান, কতিপয় মাদক ব্যবসায়ী হাতিরঝিল থানার মগবাজার রেলগেইট সংলগ্ন আজিজ অটো পার্টস নামক দোকানের সামনে গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে আকাশকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার হেফাজত হতে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা রুজু হয়েছে মর্মে গোয়েন্দা এই কর্মকর্তা জানান।