রাজধানীর হাতিরঝিল থানা এলাকা হতে গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ।
গ্রেফতারকৃতের নাম- মোঃ জহিরুল ইসলাম। এসময় তাদের হেফাজত হতে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আজ রবিবার (২১ নভেম্বর, ২০২১) বেলা ৩:৩০ টায় হাতিরঝিল থানার মহানগর প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রন টিম।
অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা ডিএমপি নিউজকে বলেন, কতিপয় মাদক ব্যবসায়ী নারায়ণগঞ্জ থেকে গাঁজা নিয়ে ঢাকার হাতিরঝিলের মহানগর প্রজেক্ট এলাকার দিকে আসতেছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ জহিরুলকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জহিরুল ব্রাহ্মণবাড়িয়া জেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করতো মর্মে গোয়েন্দা এ কর্মকর্তা জানান।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা রুজু হয়েছে।