রাজধানীর মুগদা থানা এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর মুগদা থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোঃ আমিন।
সোমবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬:৩০ টায় উত্তর মুগদার মদিনাবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারমূলে জব্দ করা হয়।
মুগদা থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিন মীর, পিপিএম ডিএমপি নিউজকে জানান, একজন মাদক ব্যবসায়ী উত্তর মুগদার মদিনাবাগ এলাকার মাদারীপুর ফার্নিচার এন্ড ডোর নামক দোকানের সামনে ইয়াবা বিক্রয় করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায় থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর সময় আমিনকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃত আমিন কক্সবাজার জেলা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বিক্রয় করতো।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে মুগদা থানায় মামলা রুজু হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।