ঢাকসোমবার , ১৫ নভেম্বর ২০২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. চাকুরীর খবর
  8. ফটোগ্যালারি
  9. বিজ্ঞান ও প্রযুক্তি
  10. বিনোদন
  11. বিবিধ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

৯৯৯ এ কল পেয়ে ৩ ডাকাত ধরলো বাড্ডা থানা পুলিশ

নিউজ ডেস্ক
নভেম্বর ১৫, ২০২১ ৮:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন কলের ভিত্তিতে রাজধানীতে বেসরকারি আইএফআইসি ব্যাংকের বাড্ডা শাখায় ডাকাতি করার সময় তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বাড্ডা থানা-পুলিশ।  গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মো. রুবেল, হৃদয় ও মামুন।

গত ১৩ নভেম্বর, ২০২১ (শনিবার) ভোররাতে ৯৯৯ নম্বরে আইএফআইসি ব্যাংকে  হেড অফিসের সিসিটিভি অপারেটর ফোন করে জানান বাড্ডার আইএফআইসি ব্যাংকের ভল্ট একজন লোক ভাঙ্গার চেষ্টা করছে। পরবর্তীতে জানা যায়, সাইনবোর্ডের দেয়াল ভেঙে একজন ডাকাত ভেতরে ঢোকেন। তিনি শাবল দিয়ে একটি ভল্ট ভেঙে ফেলেন। বিষয়টি ব্যাংকটির হেড অফিসের সিসি ক্যামেরায় ধরা পড়ে। তখন সিসিটিভি অপারেটর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেন।

বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) নূরে আলম মাসুদ সিদ্দিকী জানান, ‘৯৯৯ থেকে থেকে খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাংকের ভেতর থেকে একজনকে গ্রেপ্তার করে। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।’

এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি