রাজধানীর লালবাগ এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা লালবাগ বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো মোঃ কামরুজ্জামান ওরফে কামরুল গাজী ও মোঃ সাদেক হোসেন ওরফে ওহাব।
শনিবার (১৩ নভেম্বর, ২০২১) রাত ৮:১৫ টায় লালবাগ থানার সেকশন বেড়িবাঁধ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার মধুসুদন দাস জানান, লালবাগ থানার মদনাক্ষেতের সেকশন বেড়িবাঁধ হতে সদরঘাটগামী রাস্তার পাশে দুইজন মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রয় করার জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে রাত ৮:১৫ টায় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ অপরাধ ও গাড়িচুরি প্রতিরোধ টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় একটি ডিসকভার মোটরসাইকেলসহ তাদের গ্রেফতার করা হয়। পরবর্তীতে মোটরসাইকেলের সিট কভারের ভিতর থেকে বিশেষ কায়দায় রাখা ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে লালবাগ থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান এ গোয়েন্দা কর্মকর্তা।
গোয়েন্দা লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার রাজীব আল মাসুদ, বিপিএম এর নির্দেশনায়, অতিঃ উপ-পুলিশ কমিশনার হাসান আরাফাত, বিপিএম, পিপিএম এর তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার মধুসুদন দাস এর নেতৃত্বে উক্ত অভিযান পরিচালিত হয়।
সূত্রঃ ডিএমপি নিউজ