রাজধানীর বাড্ডা এলাকা থেকে ৫০ কেজি গাঁজা এবং ১টি প্রাইভেটকারসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা গুলশান বিভাগ। গ্রেফতারকৃতরা হলো-মোঃ পলাশ মাতুব্বর (ড্রাইভার), মোঃ টিপু সুলতান এবং মোঃ আবুল কালাম।
শনিবার (৬ নভেম্বর, ২০২১) বিকাল ৫:১৫ টায় বাড্ডা থানার মেরুল বাড্ডা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা গুলশান বিভাগ এর সংঘবদ্ধ অপরাধ ও গাড়িচুরি প্রতিরোধ টিম।
অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি গুলশান বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়িচুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ খলিলুর রহমান ডিএমপি নিউজকে জানান, ‘‘গোপন সংবাদের মাধ্যমে জানা যায় কতিপয় মাদক ব্যবসায়ী কালো রংয়ের প্রাইভেটকারযোগে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে মালিবাগ হতে বাড্ডা দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে বাড্ডা থানার মেরুল বাড্ডার কুমিল্লা হার্ডওয়ার এন্ড পেইন্টস দোকানের সামনে রাস্তায় অবস্থান করতে থাকি। উক্ত দোকানের সামনে গাড়িটি পৌঁছালে আমাদের মাইক্রোবাস দিয়ে ব্যারিকেড দিয়ে থামালে প্রাইভেটকারটির দরজা খুলে পালানোর চেষ্টাকালে গাঁজা ও প্রাইভেটকারসহ তাদেরকে গ্রেফতার করা হয়’’।
বাড্ডা থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
সূত্রঃ ডিএমপি নিউজ