মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ঘাটে ফেরি আমানত শাহ কাত হয়ে ডুবে গেছে। ফেরিতে পণ্যবাহী ১৭টি ট্রাক ছিল।
বুধবার সকাল সাড়ে নয়টায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
বিআইডব্লিউটিসি’র পরিচালক এস এম আশিকুজ্জামান জানিয়েছেন, রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন লোড করে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে নোঙর করে বড় আকারের রো রো ফেরি আমানত শাহ। ফেরি থেকে দুই-তিনটি যানবাহন নামার পরপরই ফেরিটি ডুবে যায়। এ সময় অনেকেই নেমে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালাচ্ছে।
এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি