ঢাকশনিবার , ২৩ অক্টোবর ২০২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. চাকুরীর খবর
  8. ফটোগ্যালারি
  9. বিজ্ঞান ও প্রযুক্তি
  10. বিনোদন
  11. বিবিধ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ইকবালসহ চারজন ৭ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক
অক্টোবর ২৩, ২০২১ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লায় ধর্ম অবমাননার মামলায় গ্রেপ্তার ইকবালসহ ৪ জনের ৭ দিন করে রিমাণ্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টের সিনিয়র ম্যাজিষ্ট্রেট মিথিলা জাহান নিপার আদালত এই রিমাণ্ড মঞ্জুর করে।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দায় স্বীকার করলেও এই মামলার আসামিদের আদালতে নিয়ে ১০ দিনের রিমাণ্ড আবেদন করে পুলিশ।

 

ইকবাল ছাড়া মামলার অন্য ৩ আসামি হলেন দারোগা বাড়ি মাজারের সহকারী খাদেম ফয়সাল ও হুমায়ূন এবং ট্রিপল নাইনে ফোন দেয়া ইকরাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কুমিল্লা মণ্ডপের ঘটনার দায় ইকবাল স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

 

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে কক্সবাজারের কলাতলী এলাকা থেকে ইকবালকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন সকালে তাকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ইকবালকে নিয়ে তারা কুমিল্লার উদ্দেশে রওনা হন।

 

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার ট্রেনে চট্টগ্রামে আসে ইকবাল। সেখান থেকে যায় কক্সবাজারে। দুর্গাপূজার সময় কুমিল্লার নানুয়াদিঘি পূজা মণ্ডপে পবিত্র কোরআন পাওয়ায়, ধর্ম অবমাননার অভিযোগে সাম্প্রদায়িক সংঘাতে জড়ায় একদল লোক। পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তাকে শনাক্তের দাবি করে পুলিশ।

 

কুমিল্লার দারোগা বাড়ি মাজার থেকে কোরআন শরিফ নিয়ে পূজামণ্ডপে রাখে স্থানীয় তরুণ ইকবাল। গদা হাতে সেখান থেকে বেরিয়ে ফোন দেয় ট্রিপল নাইনে। পরদিন উত্তেজিত জনতার মধ্যে উসকানিমূলক বক্তব্যও দেয় সে। আর এই ঘটনার ফুটেজ পাওয়া গেছে একাধিক সিসিটিভি ক্যামেরা থেকে।

 

১২ অক্টোবর রাত ৩টা ৪২ মিনিট। সিসিটিভি ক্যামেরার ফুটেজে, মণ্ডপে কোরআন রাখায় অভিযুক্ত ইকবালকে দেখা যায় কুমিল্লার দারোগা বাড়ি মাজারে ঢুকতে।

 

পরদিন রাত সাড়ে ১০টায় মাজারের খাদেমের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে। এর কিছুক্ষণ পর বেরিয়ে যায় সে।

 

সে রাতেই ২টার দিকে আবার মাজারে আসে ইকবাল। দানবাস্কের ওপর থেকে কোরআন শরিফ নিয়ে রাখেন মেঝেতে। কিছুক্ষণ ঘোরাফেরার পর কোরআন নিয়ে চলে যায় বাইরে।

 

কোরআন হাতে বেরিয়ে যাওয়ার সেই ছবি মিলেছে আরেক সিসিটিভি ক্যামেরায়ও। সেখানে থেকে জগন্নাথ মন্দিরের সামনে যায় ইকবাল। এরপর যায় চকবাজারের দিকে। পূবালী ব্যাংকের পাশের গলিতে নৈশপ্রহরীর সঙ্গে কথাবার্তা বলতেও দেখা যায় তাকে।

 

এরপর আসে নানুয়া দীঘির পূজামণ্ডপে। সেখানে কোরআন শরিফ রেখে চলে যায় হনুমানের গদা নিয়ে। রাত সোয়া তিনটার দিকে গদা ঘাড়ে হাঁটতে দেখা যায় তাকে। সে সময়ই মণ্ডপে কোরআন রাখা নিয়ে ট্রিপল নাইনে ফোন দিয়ে কথা বলে পুলিশের সঙ্গে।

 

পরদিন সকালে কোরআন রাখা নিয়ে উত্তেজিত জনতার মধ্যে উসকানিমূলক বক্তব্য দিতেও দেখা যায় ইকবালকে।

সূত্রঃ ইনডিপেনডেন্ট টেলিভিশন

এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি