রাজধানীর গেন্ডারিয়া এলাকা থেকে গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গেন্ডারিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃতদের নাম- মোঃ মজনু ও মোঃ রিপন খান।
গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ নূর আলম সিদ্দিকী ডিএমপি নিউজকে বলেন, বুধবার (১৯ অক্টোবর, ২০২১) রাত ১২:৩০টায় গেন্ডারিয়া থানার স্বামীবাগ এলাকায় অভিযান চালিয়ে মজনু ও রিপনকে গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে তাদের হেফাজত হতে ২ কেজি গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গেন্ডারিয়া থানায় মামলা রুজু হয়েছে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।
এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি