রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা হতে ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোঃ রহিম।
মঙ্গলবার (১২ অক্টোবর, ২০২১) রাত ৭:৪৫টায় যাত্রাবাড়ী থানার দক্ষিণ কুতুবখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল ইসলাম, বিপিএম, পিপিএম (বার) জানান, যাত্রাবাড়ীর থানার দক্ষিণ কুতুবখালীর সোহেল নিকেল কালার ঘরের সামনে একজন মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে রহিমকে গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে তার হেফাজত হতে ২,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
টুয়েন্টিফোর বাংলাদেশ নিউজ/এসকে
এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি