ঢাকরবিবার , ১০ অক্টোবর ২০২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. চাকুরীর খবর
  8. ফটোগ্যালারি
  9. বিজ্ঞান ও প্রযুক্তি
  10. বিনোদন
  11. বিবিধ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে প্রাইভেট কার থেকে মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
অক্টোবর ১০, ২০২১ ১১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর তেজগাঁও নাবিস্কো এলাকায় একটি প্রাইভেট কারের ভেতর থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গাড়িটি ইউডিসিএল কন্সট্রাকশন লিমিটেডের বলে জানায় পুলিশ। বৃহস্পতিবার এই গাড়িটি চালক সজলসহ হারিয়ে গেছে মর্মে ধানমন্ডি থানায় সাধারণ ডায়রি হয়েছিল বলে জানায় পুলিশ।

শনিবার সকাল থেকে রাজধানী তেজগাঁও নাবিস্ক এলাকায় টয়োটা ফর্চুনার মডেলের এস/ইউ/ভি ক্যাটাগরির গাড়িটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী। রাতে গাড়িটি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।

পরে পুলিশ খবর পেয়ে গাড়িটির চারপাশ ঘিরে ফেলে। গাড়ির আয়নায় উঁকি দিয়ে পেছনের সিটে একটি মরদেহ বসা অবস্থায় দেখতে পায়।

পুলিশ জানিয়েছে, গত দুই দিন ধরে ওই গাড়ি পড়েছিল। রাতে গাড়ি থেকে প্রকট গন্ধ বের হলে পুলিশকে খবর দেন স্থানীয়রা। লাশটি চালকের বাঁ পাশের আসনে ছিল। গাড়ির মালিকের নাম কামাল হোসেন। তিনি ধানমন্ডির বাসিন্দা।

ঘটনাস্থলে পুলিশের ক্রাইম সিন ইউনিট এসে মরদেহ উদ্ধার ও আলামত শনাক্ত করে। গাড়িটি ইউডিসিএল কন্সট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম ব্যবহার করতেন। বৃহস্পতিবার গাড়িটি চালকসহ হারিয়ে যায় বলে জানায় পুলিশ।

মরদেহের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় তেজগাও শিল্প অঞ্চল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সূত্রঃ ইনডিপেনডেন্ট টেলিভিশন

এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি