প্রতারণার মামলায় এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমানকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে তাকে গ্রেফতার করা হয়।
গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) নিউটন দাশ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতারণার মামলায় এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমানের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। সেই ওয়ারেন্টে রাজধানীর গুলশানের বাসা থেকে আজ সকালে তাকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, গ্রেফতারের পর গুলশান থানা পুলিশের একটি টিম তাকে আদালতে নিয়ে যাচ্ছে। আদালতে হাজির করে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করবে পুলিশ।
টুয়েন্টিফোর বাংলাদেশ নিউজ/এসকে
এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি