ঢাকরবিবার , ৩ অক্টোবর ২০২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. চাকুরীর খবর
  8. ফটোগ্যালারি
  9. বিজ্ঞান ও প্রযুক্তি
  10. বিনোদন
  11. বিবিধ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

আদালতে হামলা মামলায় বোমা মিজানের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক
অক্টোবর ৩, ২০২১ ১:২৭ অপরাহ্ণ
Link Copied!

প্রায় ১৬ বছর পর চট্টগ্রাম আদালতে বোমা হামলার ঘটনায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সদস্য বোমা মিজানের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া, জেএমবির চট্টগ্রাম শাখার বিভাগীয় কমান্ডার জাবেদ ইকবালকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

 

চট্টগ্রামের সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বিচারক আবদুল হালিম সকালে এ মামলার রায় ঘোষণা করেন। রায় উপলক্ষে সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামি জাবেদ ইকবালকে আদালতে হাজির করা হয়।

 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মিজান ভারতের বর্তমান বিস্ফোরণের মামলায় সে দেশের কারাগারে বন্দী আছে। ২০০৫ সালের ২৯ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবনে পুলিশের তল্লাশি চৌকির সামনে বোমা হামলা চালায় জেএমবি সদস্যরা। এতে মারা যান এক পুলিশ কনস্টেবলসহ দুজন। আহত হন আরো ১০ জন। এ ঘটনায় আহত পুলিশ কনস্টেবল রফিকুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। মামলায় মোট সাক্ষী ৭৭ জনের মধ্যে ৩২ জনের সাক্ষ্য নেয়া হয়েছে।

টুয়েন্টিফোর বাংলাদেশ নিউজ/এসকে

এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি