ঢাকবৃহস্পতিবার , ১৬ সেপ্টেম্বর ২০২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. চাকুরীর খবর
  8. ফটোগ্যালারি
  9. বিজ্ঞান ও প্রযুক্তি
  10. বিনোদন
  11. বিবিধ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ইভ্যালির সিইও রাসেল স্ত্রীসহ গ্রেপ্তার

নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ১৬, ২০২১ ৯:২১ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর গুলশান থানার প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী ইভ্যালির চেয়ারম্যান শামিমা নাসরিনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে বুধবার রাতে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে রাসেল ও তার স্ত্রী নাসরিনের বিরুদ্ধে গুলশান থানায় মামলা দায়ের করেন আরিফ নামের এক ভুক্তভোগী।

এজাহারে বাদী জানান, ইভ্যালির চমকপ্রদ বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে ওই প্রতিষ্ঠানে কিছু পণ্যের অর্ডার দেন। এরপর বিভিন্ন সময় পণ্যের মূল্য বাবদ ৩ লাখ ১০ হাজার ৫৯৭ টাকা অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করেন। ৭ থেকে ৪৫ দিনের মধ্যে পণ্য অথবা টাকা ফেরত দেয়ার কথা বলা হলেও এখন টালবাহানা করছে ইভ্যালি।

এদিকে গতকাল সচিবালয়ে বাণিজ্যমন্ত্রণালয়ের এক বৈঠক থেকে জানানো হয় ইভ্যালিসহ কয়েকটি ইকমার্স প্রতিষ্ঠানের কোন দায়িত্ব আর নেবেনা মন্ত্রণালয়। এর পরই আজ গ্রেপ্তার হলেন ইভ্যালির চেয়ারম্যান ও সিইওকে।

টুয়েন্টিফোর বাংলাদেশ নিউজ/এসকে

এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি