রাজধানী ঢাকার পরীবাগ এলাকায় বহুতল বিশিষ্ট দুই ভবনের মাঝ থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। ওই গৃহবধূর নাম ইভানা লায়লা চৌধুরী (৩২)। তিনি মিরপুরের স্কলাস্টিকা স্কুলে ক্যারিয়ার গাইডেন্স কাউন্সিলর হিসেবে কর্মরত ছিলেন।
আজ বুধবার বিকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
মরদেহ উদ্ধারকারী শাহবাগ থানার এসআই আব্বাস বলেন, ইভানাকে দুপুর ১২টার পর থেকে খুঁজে পাচ্ছিলেন না তার পরিবারের সদস্যরা। পরে আশপাশের লোকজন দেখতে পায় দুই ভবনের মাঝে তার মরদেহ পরে আছে। স্থানীয়রা জাতীয় জরুরি নম্বর ৯৯৯ মাধ্যমে আমাদের সংবাদ দেয়। পরে আমরা সেখান থেকে তার মরদেহ উদ্ধার করি।
শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন। পুরো বিষয় তদন্ত করে ও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
টুয়েন্টিফোর বাংলাদেশ নিউজ/এসকে