কাজি আরিফ হাসানঃ
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের কাস্টমস পুলিশ, রপ্তানি গার্মেন্টেস পোশাকের আড়ালে ১২ কোটি টাকা সমমূল্যে বিদেশী মুদ্রাসহ ১ জন গ্রেফতার। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে স্টার লাইন এক্সপ্রেস নামে ফ্রেইটার প্রতিষ্ঠানের এক জন ব্যক্তি(৩৫) । সিঙ্গাপুরি ডলার ও সৌদি রিয়েল পাচার করতে গেলে তখন তাকে গ্রেফতার করে।
এদিকে বিমানবন্দর পরিচালকসাংবাদিকদের জানান,মাদকও অর্থ সহ বিভিন্ন ধরনের পাচার বন্ধ করার জন্য কার্গোভিলেজে পণ্যের
স্ক্যানিংয়ের ক্ষেত্রে আরও কড়াকড়ি হবে বলে জানিয়েছেন এবং সর্তকতা আরো বৃদ্ধি করা হবে বলে জানান। এদিকে হযরত আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ যেখান থেকে প্রতিদিনই বিদেশে
বিভিন্ন রকম পণ্য পাঠানোর(রপ্তানি) হয়ে
থাকে। গত ১৪ সেপ্টেম্বর রাত সোয় ১ টার সিঙ্গাপুরগামী একটি কার্টন তল্লাশির সময়
সন্দেহ হয় কাস্টমস কর্মকর্তাদের। কাস্টমস
কর্তৃপক্ষে সন্দেহ হলে পোষাক তৈরির স্যাম্পল হিসেবে পাঠানো কার্টুনটি খুললে সেখানে
কার্বন কাগজে মোড়নো বিপুল পরিমাণ
সৌদি রিয়াল ও সিঙ্গাপুরি ডলার জব্দ করে।
টুয়েন্টিফোর বাংলাদেশ নিউজ/এসকে