ঢাকশুক্রবার , ১০ সেপ্টেম্বর ২০২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. চাকুরীর খবর
  8. ফটোগ্যালারি
  9. বিজ্ঞান ও প্রযুক্তি
  10. বিনোদন
  11. বিবিধ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

সিনোফার্মের ৫৪ লাখ টিকা আসছে শনিবার

নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ১০, ২০২১ ১১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

চীন থেকে কেনা সিনোফার্মেরে আরও ৫৪ লাখ ডোজ টিকা ঢাকায় আসছে শনিবার।

 

শুক্রবার (১০ সেপ্টেম্বর) ঢাকাস্থ চীনা দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

 

ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান আজ (শুক্রবার) রাত পৌনে ৮ টার দিকে ফেসবুকে দেওয়া পোস্টে টিকা আসার খবর জানান।

 

হুয়ালং ইয়ান জানিয়েছেন, সিনোফার্ম থেকে ৫৪ লাখ ডোজ টিকা চীন থেকে বাংলাদেশ কিনেছে।

 

গত ১২ মে প্রথমবারের মতো সিনোফার্মের ৫ লাখ টিকা দেশে আসে। সেই টিকাগুলো চীন সরকার বাংলাদেশকে উপহার হিসেবে দেয়।

 

এরপর ১৯ মে সরকার চীনের সিনোফার্মের তৈরি সার্স-কোভ-টু ভ্যাকসিন সরাসরি ক্রয়ের নীতিগত অনুমোদন দেয়। এরপর কয়েক ধাপে চীন থেকে কেনা এবং উপহারের টিকা আসে। এ ছাড়া উভয় দেশ যৌথভাবে টিকা উৎপাদনের চুক্তিও করেছে।

টুয়েন্টিফোর বাংলাদেশ নিউজ/বরকত উল্লাহ

এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি