ঢাকবৃহস্পতিবার , ২ সেপ্টেম্বর ২০২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. চাকুরীর খবর
  8. ফটোগ্যালারি
  9. বিজ্ঞান ও প্রযুক্তি
  10. বিনোদন
  11. বিবিধ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে দ্বিতীয়বার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘হাল্ট প্রাইজ প্রতিযোগিতা-২০২১

নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ২, ২০২১ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

রায়হান খান আকাশ:
হাল্ট প্রাইজ একটি বিশ্বখ্যাত আন্তজার্তিক প্রতিযোগিতা যা
কিনা বর্তমান বিশ্বের প্রচলিত সংকট মোকাবেলার উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে।
প্রতিযোগিতার মধ্যে দিয়ে প্রতি বছর বিশ্বের হাজারো তরুণ তাদের মেধা-মনন
ব্যবহার করে উদ্ভাবনী সমাধানমূলক পরিকল্পনা প্রদানের মাধ্যমে বর্তমান বিশ্বের
সংকট সৃষ্টিকারী সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশ সংক্রান্ত সমস্যা গুলো সমাধানের
জন্য কাজ করে থাকে।প্রতিযোগিতায় অংশগ্রহণের ফলে তরুণরা নিজেরাই নিজেদের
কর্মসংস্থান তৈরির পাশাপাশি তৎকালীন সময়ে বিশ্বে চলমান সমস্যাগুলো সমাধান
করার সুযোগ পায়।

হাল্ট প্রাইজ এর হাতধরে প্রতিবছর প্রচুর কর্মসংস্থানের সৃষ্টি হয় যা
বেকারত্বের হার কমিয়ে এনে সামাজিক স্থিতিশীলতা তৈরী করে। হাল্ট প্রাইজ
প্রতিযোগিতা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ মাত্রাকে সামনে রেখে তরুণদের বিভিন্ন
চ্যালেঞ্জিং সমস্যা সমাধান করতে উদ্বুদ্ধ করে।

প্রতি বছর পৃথিবীজুড়ে ১২১ টি দেশের প্রায় ২০০০ এর বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের
প্রায় ৩ লক্ষ শিক্ষার্থীদের অংশগ্রহনে হাল্ট প্রাইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে
থাকে। নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিজয়ী দলকে পরবর্তীতে আঞ্চলিক বাছাই
প্রক্রিয়ায় পাঠানো হয়।

সর্বশেষ জাতিসংঘের তত্ত্বাবধায়নে চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী দলকে ১ মিলিয়ন
ইউএস ডলার (প্রায় সাড়ে ৮কোটি টাকা) পুরষ্কার হিসেবে দেয়া হয়।

এইবছর অন ক্যাম্পাস প্রোগ্রামের পুরোটা জুড়ে সহযোগিতায় থাকবেন এশিয়ার রিজিওনাল
ডিরেক্টর ফাহিম শাহরিয়ার।

গত ১৮ আগস্ট থেকে হাল্ট প্রাইজ স্টামফোর্ড ২০২১-২২ ইভেন্টের আয়োজক
কমিটির রেজিষ্ট্রেশন প্রক্রিয়া শেষ হয়েছে।

অন-ক্যাম্পাস প্রতিযোগিতায় আয়োজক হিসাবে আছেন ক্যাম্পাস ডিরেক্টর নাজির
উদ্দিন, ডেপুটি ক্যাম্পাস ডিরেক্টর – নুসরাত জাহান, হেড অব জাজ ম্যানেজমেন্ট –
আরিফা খানম তৃপ্তি, হেড অব প্রজেক্ট ম্যানেজমেন্ট – সুমাইয়া মেহজাবিন, হেড অব
পাবলিক রিলেশনশিপ – শাফিন বারি, হেড অব ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং – রিফাহ
তাসনীম, কন্টেন্ট ক্রিয়েটর – সাইদুল ইসলাম, গ্রাফিক্স ডিজাইনার হিসেবে আরিফুল
ইসলাম মিশুক। নতুন অর্গানাইজিং কমিটিই পরিচালনা করবে স্ট্যামফোর্ড
বিশ্ববিদ্যালয়ের এবারের হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস প্রতিযোগিতা অনুষ্ঠান।

উল্লেখ্য, হাল্ট প্রাইজের চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী টিমের হাতে পুরষ্কার
তুলে দিবেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন।

টুয়েন্টিফোর বাংলাদেশ নিউজ/এসকে

এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি