দিনাজপুরের হিলিতে এক নারীকে উত্যক্ত করার অভিযোগে দেলোয়ার (২৮) নামের এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুর আলম এ রায় দেন।
দন্ডপ্রাপ্ত যুবক হলেন, হাকিমপুর উপজেলার বোয়ালদাড় স্কুল পাড়া গ্রামের আনারুল হকের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, বোয়ালদাড় গ্রামের দেলোয়ার একই গ্রামের একজন নারীকে বিভিন্ন ভাবে কু-প্রস্তাবসহ উত্যক্ত করে আসছিলো।পরে ওই নারীর অভিযোগের প্রেক্ষিতে হাকিমপুর থানা পুলিশের সহযোগিতায় নিজ বাড়ী হতে গ্রেফতার পূর্বক মোবাইল কোর্টের মাধ্যমে আসামীকে ০৬(ছয়) মাসের সাজা প্রদান করা হয়। উক্ত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালত দিনাজপুর এ প্রেরন করা হবে।
টুয়েন্টিফোর বাংলাদেশ নিউজ/এসকে