ঢাকমঙ্গলবার , ৩১ আগস্ট ২০২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. চাকুরীর খবর
  8. ফটোগ্যালারি
  9. বিজ্ঞান ও প্রযুক্তি
  10. বিনোদন
  11. বিবিধ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গু রোগীর সংখ্যা ১০ হাজার ছাড়াল

নিউজ ডেস্ক
আগস্ট ৩১, ২০২১ ৫:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

দেশে ডেঙ্গু আক্রান্ত রোগী সংখ্যা ছাড়াল ১০ হাজার। আর মৃত্যু ৪২ জনের। অন্যান্য বছরের তুলনায় আক্রান্তের বিপরীতে মৃত্যু বেশি। প্রতি হাজারে মৃত্যু হচ্ছে ৪ জনের। ২০১৯ সালে যা ছিলো দুই জনেরও কম। চিকিৎসকেরা বলছেন, এবার রোগীর জটিলতা বেশি হওয়ায় মৃত্যু বাড়ছে।

 

সোমবারও দেশে ২৩৩ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। যার ২১৩ জনই রাজধানীতে। এ নিয়ে দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৯০ জন। আর এ বছর এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪২ জনের।

 

এখনো ডেঙ্গু রোগীর চাপে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। রাজধানীর মিডফোর্ট হাসপাতালে ডেঙ্গু রোগীদের শয্যা ৮০টি। অথচ ভর্তি আছেন ১৭৯ জন। একই অবস্থা অন্যান্য হাসপাতালেও।

 

অন্যান্য বছরের চেয়ে এবার ডেঙ্গুতে আক্রান্তের বিপরীতে মৃত্যু বেড়েছে। ২০১৮ সালে আক্রান্ত ১০ হাজার ১৪৮ জনের মধ্যে ২৬ জনের মৃত্যু হয়। ২০১৯ এ ১ লাখ ১ হাজার আক্রান্তের মধ্যে মারা যান ১৭৯ জন। প্রতি এক হাজারে মৃত্যু দুই জনেরও কম। আর এবছর প্রতি হাজারে মৃত্যু হচ্ছে ৪ জনের।

 

বাংলাদেশ বিজ্ঞান ও গবেষণা পরিষদ বলছে এ বছর শক্তিশালী ডেনভি-থ্রি ধরণে আক্রান্ত হচ্ছেন রোগীরা। যা দ্রুত রোগীর অবস্থার অবনতি ঘটায়। সিটি করপোরেশন বলছে, ডেঙ্গুর প্রকোপ কমাতে টানা অভিযান চালিয়ে যাচ্ছে তারা।

 

কীটত্ত্ববিদেরা বলছেন, এডিসের ঘনত্ব এখনো কমেনি। তাই সেপ্টেম্বরেও ডেঙ্গুর প্রকোপ থাকবে বলে আভাস দিচ্ছেন তারা।

টুয়েন্টিফোর বাংলাদেশ নিউজ/এসকে

এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি