ভাই আমিতো ভোটার কার্ড আনি নাই,এহনতো আর বাড়িতও যাওন যাইব না এমন কথাই বলেন চাকুরিজীবি বৃদ্ধ খোকন মিয়া তবে অনির্বাণের সদস্যরা দমবার নয় নিজেদের ফোন দিয়ে বাড়িতে থাকা ছেলের থেকে ভোটার আইডি কার্ড নাম্বার নিয়ে রেজিষ্ট্রেশন করে দেন বৃদ্ধার ভ্যাক্সিন কার্ড।
দীর্ঘদিন ধরে সামাজিক কার্যক্রম করে আলোচনার বিষয়ে পরিনত হয় অরাজনৈতিক সমাজ সেবা মূলক উন্নয়ন সংগঠন অনির্বাণ।
বাংলাদেশের বর্তমান করোনা পরিস্থিতিতে করোনায় মৃত্যুঝুঁকি কমাতে জনসাধারণকে ভ্যাকসিন নিশ্চিত করার উদ্যোগ সফল করতে ফ্রি ভ্যাকসিন রেজিস্ট্রেশন ক্যাম্পিং চালু করেন অনির্বাণ।সারা সপ্তাহ জুড়ে এ ক্যাম্পিং চলবে বলে জানান অনির্বাণের সদস্যরা।ক্যাম্পিং -২ পর্যন্ত তারা প্রায় পাঁচশত লোককে সেবা দিতে পারলেও তাদের টার্গেট পাঁচ হাজার।
প্রতিষ্ঠাকালীন সময় থেকে সংগঠনটি শীতবস্ত্র বিতরণ,ত্রাণ বিতরণ সমাজের দুঃস্থ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।
টুয়েন্টিফোর বাংলাদেশ নিউজ/এসকে