আটকে থাকা সিলেট-৩ আসনের উপ নির্বাচন হবে ৪ সেপ্টেম্বর। সোমবার নির্বাচন কমিশন সভা শেষে এ তথ্য জানান ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার। সোমবার সকালে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে এ সভা হয়। সভা শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন সচিব। গত ২৮ জুলাই সিলেট-৩ আসনের উপ নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু এর একদিন আগে আদালতের আদেশে ভোট স্থগিত করা হয়।
কুমিল্লা-৭ উপ নির্বাচন আসন, স্থগিত ১৬৭ ইউপি, সব ইউপি, নারায়ণগঞ্জ সিটি, জেলা পরিষদ ও ৯ পৌরসভার নির্বাচন নিয়েও সভায় আলোচনা হয়েছে।
ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার জানান, ডিসেম্বরের মধ্যে নারারণগঞ্জ সিটি করপোরেশন, পৌরসভা, ইউপি, জেলা পরিষদসহ অন্যান্য নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কমিশন সভায় এ বিষয়ে আলোচনা হবে।
ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার বলেন, আদালতের বাধ্যবাধকতা মেনে সিলেট-৩ উপ নির্বাচন ৭ সেপ্টেম্বরের মধ্যে করতেই হবে। এ জন্যে ৪ সেপ্টেম্বরের উপ নির্বাচনের তারিখ পুননির্ধারণ করেছে ইসি। তিনি জানান, নির্বাচনী প্রচার চালানো যাবে ১ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২ সেপ্টেম্বর সকাল ৮টার আগ পর্যন্ত।
এদিকে করোনাভাইরাস সংক্রমণের উর্ধ্বগতির মধ্যে সবশেষে ২১ জুন ভোট প্রথম ধাপে ২০৪ ইউপির নির্বাচন হয়। এসময় ১৬৭ ইউপির নির্বাচন স্থগিত রাখা হয়। সোমবার কমিশন সভায় সব আটকে থাকা ভোট ডিসেম্বরের মধ্যে করার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে রয়েছে- খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এবং চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার ও নোয়াখালীর ১৬৭ ইউপি এবং ৯টি পৌরসভা।
টুয়েন্টিফোর বাংলাদেশ নিউজ/এসকে