ঢাকমঙ্গলবার , ১০ আগস্ট ২০২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. চাকুরীর খবর
  8. ফটোগ্যালারি
  9. বিজ্ঞান ও প্রযুক্তি
  10. বিনোদন
  11. বিবিধ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

বন্ধই থাকছে বিনোদনকেন্দ্র ও জমায়েত

নিউজ ডেস্ক
আগস্ট ১০, ২০২১ ৫:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

দীর্ঘদিন ধরে ‘কঠোর’ লকডাউনের পর ১১ আগস্ট বুধবার থেকে প্রায় সবকিছুই খুলে দেয়ার সিদ্ধান্ত হলেও বিনোদনকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও গণজমায়েত বন্ধই থাকছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে বৈঠকের সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব বলেন- যেসব বিষয় বলা হয়নি, যেমন বিনোদনকেন্দ্র, জমায়েত এগুলোর অনুমতি দেয়া হয়নি। শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ থাকবে।অবশ্য শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ ঘোষণা অনুযায়ী ৩১ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে।

করোনাভাইরাস সংক্রমণের নিয়ন্ত্রণে এ বছরের ৫ এপ্রিল থেকে ধাপে ধাপে বিধিনিষেধ চলছে। ঈদের পর ২৩ জুলাই কঠোর লকডাউন শুরু হয়। প্রথমে ৫ আগস্ট পর্যন্ত ছিল লকডাউন। পরে তা ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়। অবশেষে ১১ আগস্ট থেকে থাকছে না সেই বিধি নিষেধ।

টুয়েন্টিফোর বাংলাদেশ নিউজ/এসকে

এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি