রাজধানীতে একদিনে রেকর্ড ১২০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। আর চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৮০২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, হাসপাতালে ভর্তি আছেন ৪৬৮ জন। প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। দুই বছরের মধ্যে এ বছর রেকর্ড ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
গত ১২ মাসের চেয়ে জুলাই মাসে আক্রান্ত সবচেয়ে বেশি। ঢাকার দুই সিটি করপোরেশনই মশার লার্ভা নিধনে অভিযান শুরু হয়েছে। মশার লার্ভা নিধনে সবাইকে সচেতন থাকতে বলছে সিটি করপোরেশন।
টুয়েন্টিফোর বাংলাদেশ নিউজ/এসকে
এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি