টিকা কার্যক্রম আরো জোরদার করার লক্ষ্যে ওয়ার্ড পর্যায়েও টিকাদানের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে এই কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
চলমান লকডাউন অনেকেই মানছে না জানিয়ে এসময় আইনশৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। করোনা ডেডিকেটেড হাসপাতালগুলোতে এরই মধ্যে ৯০ শতাংশ শয্যা পূর্ণ হয়ে গেছে বলে জানান জাহিদ মালেক। তাই, করোনা স্বাস্থ্যবিধি নিয়ে সবাইকে আরো সচেতন হওয়ার আহবান জানান তিনি।
গত দেড় বছর ধরে করোনার চিকিৎসা সেবায় ব্যস্ত চিকিৎসক নার্সদের অনেকেই এখন ক্লান্ত জানিয়ে শিগগিরই আরো চার হাজার ডাক্তার ও ৪ হাজার নার্স নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
টুয়েন্টিফোর বাংলাদেশ নিউজ/এসকে
এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি