ঢাকশনিবার , ২৪ জুলাই ২০২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. চাকুরীর খবর
  8. ফটোগ্যালারি
  9. বিজ্ঞান ও প্রযুক্তি
  10. বিনোদন
  11. বিবিধ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

দ্বিতীয় দিনেও শক্ত অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী

নিউজ ডেস্ক
জুলাই ২৪, ২০২১ ১১:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঈদের ছুটি শেষে শুরু হওয়া কঠোর লকডাউনের দ্বিতীয় দিনেও শক্ত অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর প্রতিটি প্রবেশমুখে চেকপোস্ট বসিয়ে চলছে জিজ্ঞাসাবাদ। প্রতিটি গাড়িকে থামিয়ে চলাচলের কারণ ও প্রয়োজনীয় কাগজ পরীক্ষা করা হচ্ছে। যারা বের হওয়ার উপযুক্ত কারণ দেখাতে পারছেন না করা হচ্ছে জরিমানা।

 

জরিমানা করা হলেও সড়কে ও অলিগলিতে রয়েছে লোকজনের স্বাভাবিক চলাচল। বাইরে বের হওয়ার জন্য তারা দিচ্ছেন নানা অযুহাতও। অনেকের মুখে মাস্ক থাকলেও ঠিকমত ব্যবহার করছে না। তবে বৃষ্টির কারণে গতকালের তুলনায় গাড়ি ও লোকজনের চলাচল কিছুটা কম বলছে আ্ইন শৃঙ্খলাবাহিনী।

 

এদিকে, ঢাকার প্রবেশ পথ গাবতলীতে ঢাকামুখি মানুষের চাপ কম। ব্যক্তিগত পরিবহন, অ্যাম্বুলেন্সে অনেকে ঢাকায় প্রবেশের চেষ্টা করলেও ফিরিয়ে দেয়া হচ্ছে। শুক্রবার লকডাউনের প্রথম দিনে অকারণে রাস্তায় বের হওয়ায় গ্রেপ্তার হন ৪০৩ জন। এছাড়া ২০৩ জনকে করা হয় জরিমানা।

টুয়েন্টিফোর বাংলাদেশ নিউজ/এসকে

এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি