পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে রো রো ফেরি শাহজালালের ধাক্কা লেগে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে মুন্সিগঞ্জে এ দুর্ঘটনা ঘটে। ফেরি সঠিকভাবে পরিচালনায় ব্যর্থ হওয়ায় ইনচার্জ আব্দুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিআইডব্লিউটিসি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৯টার দিকে মাদারীপুরের বাংলাবাজার থেকে ফেরিটি ৫১টি যানবাহন ও চারশর বেশি যাত্রী নিয়ে শিমুলিয়া ঘাটের দিকে ছেড়ে আসে। ৪৫ মিনিট পরেই দুর্ঘটনার কবলে পড়ে রো রো ফেরি শাহজালাল। দুর্ঘটনায় ফেরির মালামালের ক্ষয়ক্ষতি হয়। আহতরা সবাই প্রথমিক চিকিৎসা নিয়েছেন।
চালকের দ্রুতগতিতে ফেরি চালানোর জন্যই এ দুর্ঘটনা বলছেন তারা।
টুয়েন্টিফোর বাংলাদেশ নিউজ/এসকে
এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি