ঢাকসোমবার , ১৯ জুলাই ২০২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. চাকুরীর খবর
  8. ফটোগ্যালারি
  9. বিজ্ঞান ও প্রযুক্তি
  10. বিনোদন
  11. বিবিধ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

তুরাগের জাপান ইষ্ট ওয়েষ্ট মেডিকেল কলেজে থাই করোনা রোগীকে ধর্ষণের চেষ্টাঃগ্রেপ্তার স্টাফ নার্স

নিউজ ডেস্ক
জুলাই ১৯, ২০২১ ১:০২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ শাকিল হোসেনঃ

রাজধানীর তুরাগের জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাই করোনা রোগীকে ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাসপাতালের স্টাফ নার্স রাসেল রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

১৩ই জুলাই ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটি ৫০ বছর বয়সী পজেটিভ এক বেদেশী নারী বুকে ব্যথা অনুভব করছিলেন। হাসপাতালে দায়িত্বরত নার্স রাসেল রেজা রোগিকে বললেন, শরীর ম্যাসেজ করলে নাকি এ অবস্থা থেকে উত্তরণ হবে এবং এটাই তারা করোনা রোগিদের ক্ষেত্রে করে আসছেন।চিকিৎসাতো করতে হবেই এই ভেবে ২ দিন ধরে যৌন নির্যাতনের পরেও ম্যাসাজের বিষয়ে মুখ খুলেননি এই থাই নারী।

গত ১৬ ই জুলাই একই ইউনিটে একজন নারী কর্মী দায়িত্বে এলে করোনা রোগিদের জন্য ম্যাসেজ পদ্ধতি নিয়ে জানতে চান তিনি।সেই নার্সই তার চোখ কান খুলে দেন। নার্স তাকে সোজা সাপ্টা জানিয়ে দেন যে হাসপাতালে এমন কোন নির্দেশনা নেই।এই কথা শুনে রোগির সামনে আসে করোনা চিকিৎসার নামে রাসেলের দুরভীসন্ধি।গত ৬ই জুলাই ক্রোনার উপসর্গ তুরাগের হাসপাতালটিতে ভর্তি হন থাই নারী।

তিনি “ITD Sino-hydra Gevy” চিনা প্রতিষ্ঠানে তড়িৎ প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন। এই ঘটনায় চিনা কম্পানির নিরাপত্তা ব্যবস্থাপক রজব আলী নিজে বাদি হয়ে ১৬ই জুলাই রোজ শুক্রবারে তুরাগ থানায় শ্লীলতাহানীর অভিযোগে মামলা করেন।মামলা নম্বর ১৫(৭)২১। মামলার পর সেদিন সন্ধ্যায় পুলিশ আসামি ষ্টাফ নার্স রাসেলকে গ্রপ্তার করে নিয়ে যায়।ডিএমপির উত্তরা জোনের সহকারী কমিশনার এস এম আশেকুর রহমান “টুয়েন্টিফোর বাংলাদেশ নিউজ“কে এই বিষয় নিশ্চিত করেন।

তিনি বলেন, ভুক্তভোগী ওই নারী ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটেই চিকিৎসাধীন রয়েছেন। তিনি ফিজিক্যালি অ্যাসল্ট হয়েছেন। এ ঘটনায় হাসপাতালের একজন স্টাফ নার্সকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার তদন্ত কারী এস আই বাবলু রহমান খান বলেন আসামি রাসেলের বাড়ি যশোরের শার্শা উপজেলার পারিয়াগোফ গ্রামে।চার মাস ধরে হাসপাতালের পেছনের একটি মেসে বসবাস করেন তিনি।তার মেসের বাসিন্দা একই মেডিকেল এর ওয়ার্ড বয় সাব্বির জানান। আমরা একই সাথে চার মাস ধরে থাকি।শুক্রবারে পুলিশ নিয়ে গেছে তাকে।এদিকে গতমাল শনিবার আসামীকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে ১ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

টুয়েন্টিফোর বাংলাদেশ নিউজ/এসকে

এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি