কাজি আরিফ হাসানঃ
রাজধানীতে ১৭ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত ১৯ টি স্থানে বসতে যাচ্ছে কোরবানির পশুর হাট।ইতিমধ্যে ঢাকা সিটির উত্তরের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চত্বর,আশকোনা আশিয়ানসিটি সংলগ্ন শিয়ালডাঙ্গায় এক বিরাট কোরবানির পশুর হাট শুরু হয়েছে। সরেজমিনে তথ্য মেলে উক্ত পশুর হাট রাজধানীর দ্বিতীয় বৃহত্তম হাট। এই পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের সুবিধা সম্পর্কে ইজারাদার ও হাট কমিটির মোঃসোহেল রেজা সাংবাদিককে জানান, এই হাটে সার্বক্ষণিক সিসি ক্যামেরারয় মনিটরিং হচ্ছে,আছে প্রশাসনে কঠোর নিরাপত্তার ব্যবস্থা, হাটে বসানো হয়েছে জাল টাকা সনাক্ত মেশিন। এই পশুর হাটে আছে স্বাস্থ্য বিধি মেনে চলার ব্যবস্থা সেই সাথে আছে দুরদুরান্ত থেকে পশু নিয়ে যারা আসবেন তাদের সার্বিক সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে সে সাথে তাদের থাকা-খাওয়ার সুব্যবস্থা।এই হাটে পশুর ডাক্তারেরও ব্যবস্থা আছে,তিনি আরও জানান এই হাটে আরেকটি সু-ব্যবস্থা আছে সেটা হলো সার্বক্ষণিক ব্যাংকিং সুব্যবস্থা।ইতিমধ্যে ঢাকার বাহির থেকে কোরবানির পশু(গরু,ছাগল,ভেড়া) আসা শুরু হয়েছে। তবে এ তথ্যও জানা যায় এবছর পশু ক্রয়ে হাশিল শতকরা ৫ টাকা হারে হাশিল । হাটের ইজারা আরও জানান আমারা চেষ্ঠা করবো এই পশুর হাটে যেনো কোন অপ্রিতিকর ঘটনা না ঘটে, প্রশাসনের পাশাপাশি ভলানটিয়ারাও কাজ কাজ করছে। উত্তরে আশিয়ান সিটি সংলগ্ন শিয়ালডাঙ্গা,মৈনারটেকসহ রাজধানীর ১৯ টি স্থানে কোরবানি পশুর হাট বসবে বলে জানা গেছে।
টুয়েন্টিফোর বাংলাদেশ নিউজ/এসকে