রাজশাহী, কুষ্টিয়াসহ ১৬ জেলায় ১৫৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৭৮ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ৮১ জন।
রাজশাহী মেডিকেলে করোনায় ৬ এবং উপসর্গ নিয়ে ৮ জন মারা গেছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ২৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ১৪ এবং উপসর্গ নিয়ে ১০ জন।খুলনার তিন হাসপাতালে করোনায় ৭ এবং উপসর্গে মারা গেছে ৩ জন। বগুড়ার তিন হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছে আরো ১২ জন। চট্টগ্রামে করোনায় মারা গেছে ৩ জন। কিশোরগঞ্জে করোনায় ৬ এবং উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু হয়েছে।
গতকালও একদিনে করোনা ও উপসর্গ নিয়ে খুলনা, রাজশাহীসহ ২১ জেলায় ২০৬ জনের মৃত্যু হয়। এর মধ্যে করোনায় মারা যায় ১২২ জন, আর উপসর্গ নিয়ে প্রাণ হারায় ৮৪ জন। এদিকে, হাসপাতালে শয্যা সংখ্যা বাড়ানোর পরও সামলানো যাচ্ছে না রোগীর চাপ। দেখা দিচ্ছে অক্সিজেন সংকটও। দেরি করে হাসপাতালে আসায় মৃতের সংখ্যা বাড়ছে- বলছেন চিকিৎসকরা।
টুয়েন্টিফোর বাংলাদেশ নিউজ/এসকে