সিরাজগঞ্জের বেলকুচিতে বালু বোঝাই ট্রাকের চাপায় দুই সহোদর নিহত হয়েছে।
স্থানীয়রা জানায়, একটি বালু বোঝাই ট্রাক বেপরোয়া গতিতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই সহোদরকে ধাক্কা দেয়। এরপর সাব্বির ও রাব্বিকে চাপা দিয়ে ট্রাকটি রাস্তার পাশে খালে পড়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় প্রশাসন ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুই সহদোরকে খাল থেকে উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
টুয়েন্টিফোর বাংলাদেশ নিউজ/এসকে
এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি