সারাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় বেড়ে যাওয়ায় গরিব মানুষের কোভিড-১৯ নমুনা পরীক্ষা বিনামূল্যে করা নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান পরিস্থিতিতে পরীক্ষার ফি প্রদান করে দরিদ্র জনগোষ্ঠীর একই পরিবারের একাধিক সদস্যের করোনা পরীক্ষা কষ্টকর হয়ে যাচ্ছে। এ অবস্থায় কোভিড–১৯ প্রতিরোধ ও মোকাবিলায় দেশের এই শ্রেণির জনগোষ্ঠীর করোনা পরীক্ষা শুধু জুলাই মাসের জন্য বিনামূল্যে করার বিষয়ে সংশ্লিষ্ট সকল সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এদিকে গত ২৪ ঘণ্টায় মৃত্যু অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। এদিন ১৪৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আট হাজার ৩০১ জনের। এ নিয়ে দেশে এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা বেড়ে ১৪ হাজার ৬৪৬ জনে দাঁড়িয়েছে। আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জনে।
টুয়েন্টিফোর বাংলাদেশ নিউজ/এসকে