ঢাকশুক্রবার , ২ জুলাই ২০২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. চাকুরীর খবর
  8. ফটোগ্যালারি
  9. বিজ্ঞান ও প্রযুক্তি
  10. বিনোদন
  11. বিবিধ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

দুই দিনে আসছে ৪৫ লাখ টিকা

নিউজ ডেস্ক
জুলাই ২, ২০২১ ১:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

শুক্র-শনি এই দুদিনে দেশে আসছে ৪৫ লাখ ডোজ করোনার টিকা। আগামীকাল শুক্রবার রাতে, যুক্তরাষ্ট্র-চীন থেকে মিলবে ২৩ লাখ, বাকি ২২ লাখ আসবে শনিবার। এর মধ্যে রয়েছে, কোভ্যাক্সের আওতায় মর্ডানা ও চীন থেকে কেনা সিনোফার্মের টিকা।

 

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমকে এসব তথ্য জানান।

 

চীনের সিনোফার্ম থেকে বাণিজ্যিক চুক্তির আওতায় কেনা করোনা ভাইরাসের টিকা শুক্রবার রাতে ঢাকায় আনা হচ্ছে। প্রথম দফায় ১১ লাখ টিকা ঢাকায় আসবে।

 

জাহিদ মালেক বলেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি আগামীকাল রাত সাড়ে ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মর্ডানার ১২ লাখ ডোজ করোনার টিকা পৌঁছাবে। তা আমরা গ্রহণ করব। ওই দিন রাত সাড়ে ১২টার দিকে সিনোফার্মের ১১ লাখ ডোজ টিকা পৌঁছাবে। পরের দিন অর্থাৎ জুলাইয়ের ৩ তারিখ মর্ডানার আর ১৩ লাখ ডোজ টিকা এবং ওই দিন ভোর পাঁচটার দিকে সিনোফার্মের ৯ লাখ ডোজ টিকা পৌঁছাবে। তিনি জানান এই দুই দিনে বাংলাদেশ দুই ধরনের ৪৫ লাখ ডোজ টিকা পেয়ে যাবে।

 

যুক্তরাষ্ট্র থেকে শুক্রবার কোভ্যাক্সের আওতায় আসছে মর্ডানার টিকা, চীনের সিনোফার্ম থেকে বাণিজ্যিক চুক্তির আওতায় কেনা করোনা ভাইরাসের টিকা শুক্রবার রাতে ঢাকায় আনা হচ্ছে। এক ঘণ্টার ব্যবধানে প্রথম চালান দুটি পৌঁছবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, তা বুঝে নেবেন স্বাস্থ্যমন্ত্রী।

 

চীনের সিনোফার্ম থেকে দেড় কোটি টিকা কিনছে সরকার। আর কোভ্যাক্সের আওতায় পর্যায়ক্রমে আরো ছয় কোটি ডোজ পাবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র মর্ডানার তৈরি ২৫ লাখ ডোজ টিকা বাংলাদেশে পৌঁছে দেবে। আর চীনের সিনোফার্ম থেকে কেনা টিকা বাংলাদেশ নিজেদের দায়িত্বে বেইজিং থেকে ঢাকায় আনছে।

টুয়েন্টিফোর বাংলাদেশ নিউজ/এসকে

এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি