রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন থেকে শুক্কুর রহমান (২৪) নামে এক রোহিঙ্গা যুবককে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ।
সোমবার (২১ জুন) সকালে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে থাকা ১১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম।
তিনি বলেন, শুক্কুর একজন রোহিঙ্গা। তার বাড়ি মিয়ানমার। সে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে থাকে। সে ইয়াবা নিয়ে ট্রেনযোগে ঢাকার বিমানবন্দরে এসে নামে। তার সাথে কথা বলে সন্দেহ হলে তাকে সার্চ করে তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে।
টুয়েন্টিফোর বাংলাদেশ নিউজ/এসকে
এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি