দেশে প্রতিদিন যেভাবে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাতে এক সময় হাসপাতালগুলোতে রোগীর স্থানসংকুলান কষ্টকর হয়ে যাবে বলে শঙ্কা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
শুক্রবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া গ্রামে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ আশঙ্কার কথা বলেন।
গণপরিবহনের কারণে দেশে করোনাভাইরাসের সংক্রমণের হার বাড়ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মন্ত্রী বলেন, ব্যবসা-বাণিজ্যের জন্য মানুষের যাওয়া-আসা বৃদ্ধি পেয়েছে। আমের মৌসুমে আম কেনা ও ধান কাটার জন্য লোক যাওয়া আসা করছে। এ কারণে করোনার সংক্রমণ কিছুটা বৃদ্ধি পেয়েছে।
দেশের কোনো কোনো জেলায় করোনার সংক্রমণ ৩০-৪০ শতাংশ হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, দেশের উত্তরবঙ্গে, বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, খুলনা, সাতক্ষীরা ও নওগাঁয় করোনার সংক্রমণ বেড়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরো বলেন, দেশে আবারো করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। সংক্রমণের হার রোধ করতে হলে আমাদের কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ব্যবসা প্রতিষ্ঠান ও গণ পরিবহণে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে করোনার টিকা পুরোপুরিভাবে চালু করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
টুয়েন্টিফোর বাংলাদেশ নিউজ/এসকে