রাজধানীর যাত্রাবাড়ির শনির আখড়া ফুটওভার ব্রিজে কিশোরীকে মারধরের ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।
গত ১৪ই ফেব্রুয়ারি ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে ওই কিশোরীকে মারধর করতে দেখা যায় যুবককে। মারধরের পাশাপাশি অশ্রাব্য ভাষায় কিশোরীকে গালাগাল করতেও শোনা যায় ভিডিওতে। আটক যুবকের নাম সাদ্দাম হোসেন ওরফে হৃদয়।
সে টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিকৃত অদ্ভুত স্টাইল প্রচার করে মেয়েদের আকৃষ্ট করে প্রেমের ফাঁদে ফেলে সর্বস্বান্ত করে আসছিল। এছাড়া, বিভিন্ন সময় মেয়েদের জিম্মি করে টাকাপয়সা আদায় করতো।
মঙ্গলবার যাত্রাবাড়ি থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে বাংলাদেশ পুলিশের ভ্যারিফাইড ফেসবুক পেইজ থেকে জানা যায়। হৃদয় একটি হত্যা মামলারও আসামি বলে জানা গেছে।
টুয়েন্টিফোর বাংলাদেশ নিউজ/এসকে
এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি