দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৫০ জন। এ ছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ৩৩১৯ জন। এর আগে গতকাল সোমবার করোনায় ৫৪ জনের মৃত্যু হয়। এ ছাড়া শনাক্ত হয় ৩০৫০ জন।
আজ বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানোন হয়, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ হাজার ২৪৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৭১ হাজার ৭৩ জন। ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৯৫৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২৩ হাজার ২৬৫টি।
টুয়েন্টিফোর বাংলাদেশ নিউজ/বরকতউল্লাহ
এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি